দেশের মানুষ ভালো থাকুক এটা বিএনপি চায় না: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৮:১৬| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৯:৩৯
অ- অ+

বাংলাদেশের মানুষ সুখে থাকুক ভালো থাকুক এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী .. মোজাম্মেল হক।

শনিবার দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি।

পাকিস্তান সময়ে ভালো ছিলামদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মহাসচিবের করা এই বক্তব্যে পাল্টা প্রশ্ন করে জানতে চান কোন বিষয়ে কোন সুযোগে ভালো ছিলেন? এখন সেই ধারাবাহিকতায় গত দশদিন ধরে কি বলে? যেহেতু পেঁয়াজের দাম কমেছে, জিনিসপত্রের দাম কমেছে মানুষ একটু স্বস্তিতে আছে এখন তারা ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা, সেটা যেন না হয় সে জন্য এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।

সময় তিনি মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের ওপর জোর দেন।

মুক্তিযুদ্ধের সংগঠক কালিহাতী- আসনের এমপি লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী।

এতে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর, টাঙ্গাইল- টাঙ্গাইল- আসনের সংসদ সদস্যরাসহ বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা প্রশাসক প্রমুখ।

বক্তারা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের স্মৃতি সংরক্ষণ জাদুঘরটি মিউজিয়ামের রূপান্তরের দাবি জানান।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা