প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ডিআর কঙ্গো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৪:২৬ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪, ১৪:০৯

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির পরিকল্পনামন্ত্রী জুডিথ সুমিনওয়া। সোমবার কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি প্রধানমন্ত্রী হিসেবে সুমিনওয়াকে নিয়োগ দিয়েছেন।

গত জানুয়ারিতে শিসেকেদির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী এবং সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তার অবসান ঘটল।

রাষ্ট্রীয় টেলিভিশনে সুমিনওয়া বলেন, ‘আমি মহান দায়িত্ব সম্পর্কে সচেতন... আমরা শান্তি ও দেশের উন্নয়নের জন্য কাজ করব।’

প্রসঙ্গত, সোনাসহ মূলবান খনিজ সম্পদে পরিপূর্ণ কঙ্গোতে গত ২০ বছরের বেশি সময় ধরে শতাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে দেশটির সরকার। এই সংঘাতে গত এক দশকে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফলে নতুন প্রধানমন্ত্রীর খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্রোহী দমনসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

সূত্র: এএফপি

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :