পূবাইলে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ কাউন্সিলরে বিরুদ্ধে

মো. রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর)
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪, ২১:২৯
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানায় সড়কে লোহার বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করার অভিযোগ উঠেছে ৪০নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খানের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে যান চলাচলকারী চালক ও যাত্রীরা।

মঙ্গলবার সকালে সরজমিনে দেখা যায়, গাজীপুর -পূবাইল সড়কের ইছালী বাজারসহ ওই বাজারের পশ্চিম পাশে নীচু করে দুইটি লোহার বেরিয়ার দেওয়া হয়েছে।

এতে করে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি চলাচল করতে পারছে না। তাতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের।

এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক গার্মেন্টস মালামাল সরবরাহকারী, কাঁচামালবাহী গাড়িসহ দেশের উন্নয়নে কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি চলাচল করতো। সড়কে প্রতিবন্ধকতার কারণে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার লোকজন।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন আঞ্চলিক-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী বলেন, গাড়ি চলাচলের বিঘ্ন হচ্ছে। বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে শুনেছি। যথাযথ

ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসী, গার্মেন্টস মালিক, শ্রমিকসহ গাড়ি চালকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে

গাড়ি চালক আমিনুল ইসলাম বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় উঁচু গাড়ি নিয়ে যেতে পারছি না। এতে করে প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে আমাদের অনেক সময় ব্যয় হয়। এমনকি থানা পুলিশের গাড়িও যেতে পারছে না ওই রাস্তা দিয়ে।

এ ব্যাপারে অভিযুক্ত ৪০নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকির মুঠোফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।

(ঢাকা টাইমস/০২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা