গাজা যুদ্ধের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে মার্কিন বিমান সেনার অনশন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১০:৪০| আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:১৬
অ- অ+

গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও অনাহারে বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণহানির প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে অনশন করছেন মার্কিন বিমান বাহিনী একজন সক্রিয় সদস্য।

ল্যারি হেবার্ট নামে এই বিমান বাহিনীর সদস্য বর্তমানে স্পেনে মার্কিন নেভাল স্টেশন রোটা-তে দায়িত্বরত। গত ছয়দিন ধরে তিনি মার্কিন প্রেসিডেন্টের বাস ভবন হোয়াইট হাউসের বাইরে অনশন করছেন।

২৬ বছর বয়সি হেবার্ট জানিয়েছেন, গাজার জনগণের দুর্দশা ও মার্কিন বিমানকর্মী অ্যারন বুশনেলকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। অ্যারন বুশনেল, যিনি গত ফেব্রুয়ারি মাসে গাজা যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজেকে আগুন লাগিয়ে আত্মহুতি দিয়েছেন।

তিনি আনাদোলুকে একটি সাক্ষাত্কারে হেবার্ট বলেন, ‘গাজায় যা ঘটছে তার প্রতি আমি সম্পূর্ণ সহানুভূতি বোধ করছি, কারণ আমি গত ৭ অক্টোবর থেকেই দেখছি ইসরায়েলের মধ্যে কোনও মানবতা নেই, এর কোনও যুক্তি নেই। অন্যদিকে আমাদের সামরিক বাহিনী সরাসরি ইসরায়েলকে সহায়তা করার জন্য অস্ত্র প্রদান এবং আমাদের সরকার এর অনুমতি দিচ্ছে, যা ব্যক্তিগতভাবে আমাকে এবং আরও অনেক মানুষকে ব্যধিত করেছে।’

তিনি বলেন, ‘আমার অন্য কোনো দাবি নেই। আমি শুধু গাজার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন চাই... সেটা যুদ্ধবিরতির মাধ্যমে হোক এবং মানবিক সাহায্য বৃদ্ধি হোক।’

হেবার্ট আরও জানিয়েছেন, তার অনশনের উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের জন্য তার শক্তিশালী ‘নিঃশর্ত সমর্থন’ থেকে পথ পরিবর্তন করতে রাজি করানো নয়।

তার মতে, ‘নিঃশর্ত সমর্থন "মানবতা ছাড়া" কোনো কিছুর জন্য সামর্থ্য থাকা উচিত নয়।’

তিনি বলেন, ‘আমি এখানে ফিলিস্তিনের জনগণকে সমর্থন করার জন্য এখানে এসেছি, তবে সামরিক বাহিনী বা তা স্টেট ডিপার্টমেন্ট বা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবেন না।

ফিলিস্তিনি ছিটমহলের যুদ্ধ সম্পর্কে তার সহকর্মীরা কী ভাবেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- হেবার্ট বলেন, গাজার জন্য জনসমর্থনের সামান্য এবং আমি মনে করি এর একটি অংশ গাজায় কী ঘটছে তা না জানার অজ্ঞতার কারণে। যদিও সেখানে কোন অজ্ঞতা থাকা উচিত নয়। এটি ছয় মাস এবং ৭৬ বছর ধরে চলছে। তাই, মানুষের এখনই জানা উচিত।’

হেবার্ট এই সপ্তাহে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত সদস্যকে হত্যার বিষয়েও মন্তব্য করেছেন, ‘এটি ইসরায়েলের দিক থেকে আমরা যা দেখেছি তার মতো নয়। আমি মনে করি, এটি গাজায় তারা যা করছে তার সাথে সঙ্গতিপূর্ণ। আপনি জানেন, তারা ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা)- এর তহবিল বন্ধ করার জন্য খুব কঠিন লবিং করছে। তারা সাংবাদিকদের টার্গেট করছে, যাতে তারা ফিলিস্তিনিদের গণহত্যা নথিভুক্ত করতে পারে না।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

প্রায় ছয় মাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে।

এছাড়াও ইসরায়েলি বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষ নিহত ও ৭৬ হাজার আহতের পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের মধ্যে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। গাজায় ত্রাণ সরবরাহ কমেছে প্রায় অর্ধেক।

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা