বাংলাদেশে হত্যা, নিউইয়র্কে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:০৯| আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:৩৮
অ- অ+

বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে গেনেট রোজারিও (৫২) নামে এক মার্কিন নাগরিককে নিউইয়র্কের ম্যানহাটন থেকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) অভিযুক্ত গেনেট রোজারিওকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা।

জানা গেছে, গেনেট ২০২১ সালের ১১ জুন বাংলাদেশে থাকা অবস্থায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও নামে এক ব্যক্তিকে হত্যা করেন। নিহত মাইকেলও যুক্তরাষ্ট্রের নাগরিক। হত্যাকাণ্ডের পর আবার যুক্তরাষ্ট্রে চলে যান গেনেট। তবে কবে ও কীভাবে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সে বিষয়ে জানা যায়নি।

এফবিআইয়ের লস অ্যাঞ্জেলস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস এই হত্যাকাণ্ডের তদন্ত করেছে।

এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের সহকারী পরিচালক এইচ স্মিথ বলেছেন, ‘গেনেট রোজারিও মাইকেল রোজারিওকে বাংলাদেশে খুবই সূক্ষ্ম ও ঠান্ডা মাথায় খুন করেছেন। আমাদের নাগরিকদের দেশের বাইরেও হত্যা করা হলে এফবিআই তাদের ধরতে যে দৃঢ় সংকল্প আজকের গ্রেপ্তারের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’

নিউইয়র্কের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়ারি বলেছেন, প্রায় তিন বছর আগে কি কারণে বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেটি এখন খুঁজে বের করা হবে।

তিনি আরও জানান, গেনেট রোজারিওর বিরুদ্ধে বিদেশের মাটিতে একজন মার্কিন নাগরিককে হত্যা এবং অপরাধ সংঘটিত করার সময় অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন গেনেট।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা