টানা দুই ম্যাচ হারের পর এবার মুস্তাফিজকে নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কারণে চেন্নাই ছেড়ে বাংলাদেশে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। হায়দরাবাদের উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা ছিল। তাই চেন্নাই সুপার কিংসের মাঝারি মানের পুঁজিও আশা জিইয়ে রেখেছিল ভক্তদের মনে। তবে বোলিংয়ে চেন্নাইকে ভরসা দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত তারা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।

বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা করাতে পাসপোর্ট জমা দিয়েছেন মুস্তাফিজ। পাসপোর্ট না পাওয়ায় ভারতের টিকিট কাটতে পারছেন না ২৮ বছর বয়সি এই পেসার। যার ফলে হায়দরাদের বিপক্ষে খেলতে পারেননি মুস্তাফিজ। এই ম্যাচের উইকেট তুলনামূলক খানিকটা ধীরগতির ছিল। বল ব্যাটে আসছিল না ঠিকঠাক মতো। এমন উইকেটে বরাবরই ভয়ঙ্কর মুস্তাফিজ।

ম্যাচ শেষে মুস্তাফিজ ও শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানার বোলিং সার্ভিস ‘মিস’ করার কথা জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। ফিজ না থাকায় তার সার্ভিস পাওয়াও সম্ভব হয়নি বলে জানান ফ্লেমিং। চেন্নাই কোচ বলেন, ‘সন্দেহাতীতভাবে এটা আইপিএলের অংশ। মুস্তাফিজ এখানে নেই, ফলে তাকে ব্যবহার করতে পারিনি। কিন্তু ইনজুরি কিংবা খেলোয়াড়দের না পাওয়া খেলারই অংশ।’

হায়দরাবাদের ঘরের মাঠে আগে ব্যাট করে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। জবাবে অভিষেক শর্মার দারুণ ব্যাটিংয়ে ভালো শুরু পায় হায়দরাবাদ। এরপর এইডেন মার্করামের ফিফটি ও ট্রাভিস হেডের ৩১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে টানা দ্বিতীয় হার দেখে চেন্নাই।

ব্যাটিংয়ে যথেষ্ট রান তুলতে না পারা চেন্নাই মূলত হেরে গেছে বাজে বোলিংয়ের কারণে। দলের প্রধান দুই বোলিং অস্ত্র মোস্তাফিজ ও পাথিরানা ছিলেন না। এর মধ্যে মোস্তাফিজ যুক্তরাষ্ট্রের ভিসার কাজ সম্পন্ন করতে বাংলাদেশে ফিরেছেন। আর পাথিরানা মাঠের বাইরে ছিটকে গেছেন চোটের কারণে। গতকাল মোস্তাফিজের জায়গায় খেলা ভারতীয় পেসার মুকেশ চৌধুরী আইপিএলে ফেরার ম্যাচে এক ওভারেই খরচ করেন ২৭ রান।

মোস্তাফিজ এখন পর্যন্ত নিজের নতুন দল চেন্নাইয়ের জার্সিতে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট তুলে নিয়েছেন। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি আছেন দুইয়ে। তার সতীর্থ পাথিরানা ২ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। আগামী ৮ এপ্রিল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে চেন্নাই। এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :