গাজায় ইসরায়েলি হামলায় ১৯৬ ত্রাণকর্মী নিহত: নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১৪:৪৭| আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:২৫
অ- অ+

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯৬ জন নিহত হয়েছেন। এই ত্রাণকর্মীদের নিহতের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গত মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) অন্তত সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, পোল্যান্ড এবং একজন ফিলিস্তিনি নাগরিক রয়েছেন।

এ ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল। পরে শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউসিকের ত্রাণকর্মী নিহতের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং দুই জন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘ইসরায়েলের সরকার তাদের ভুল স্বীকার করেছে, এটা ইতিবাচক। তবে কে ভুল করেছে তা মূল ব্যাপার নয়। মূল ব্যাপারটি হলো ইসরায়েলি বাহিনীর রণকৌশল এবং পদ্ধতি— যে কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।’

গুতেরেস বলেন, ‘গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ১৯৬ জন ত্রাণকর্মী। আমরা প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। আমরা জানতে চাই— কেন তাদের হত্যা করা হয়েছে। এর জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন, যা অর্থপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হবে।’

তবে এই তদন্ত কাদের পরিচালনা করা উচিত তা উল্লেখ করেননি গুতেরেস।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

প্রায় ছয় মাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় ৩৩ হাজার মানুষ নিহত ও ৭৬ হাজার আহতের পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির মধ্যে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইসরায়েলকে গাজার ত্রাণ প্রবেশের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যখন সহায়তার দরজা বন্ধ হয়, তখন ক্ষুধার দরজা খুলে যায়। গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বর্তমানে ভয়াবহ ক্ষুধার মধ্যে রয়েছে। শিশুরা খাদ্য-পানির অভাবে মারা যাচ্ছে।’

এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বোমা হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে এমন প্রতিবেদনে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন গুতেরেস।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা