রাতে মাঠে নামছে চেন্নাই-কলকাতা, একাদশে থাকবেন মুস্তাফিজ?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৫৫ | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫

চলতি আইপিএলে টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। দুই ম্যাচে হারার পরে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মহেন্দ্র সিং ধোনিদের সামনে। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নিজেদের ঘরের মাঠে চেন্নাই আতিথ্য দেবে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে। আর এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

সোমবার (৮ এপ্রিল) রাত ৮টায় এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠে নামবে চেন্নাই ও কলকাতা। চার ম্যাচে দুই জয় ও দুই হারে চার পয়েন্ট চেন্নাইয়ের। প্রতিপক্ষ কলকাতা এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে।

তবে নিজেদের মাঠ ও চেনা কন্ডিশনে চেন্নাইকে হারানো সহজ হবে না নাইটদের জন্য। এ দিকে চেন্নাইয়ের কন্ডিশনে ফিজকে একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজচমেন্ট। ভ্রমণক্লান্তি থাকলেও সেটা কাটিয়ে ওঠার আশা কাটার মাস্টারের।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন মুস্তাফিজ। যদিও দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে খেলা তার শেষ ম্যাচটা সুখকর হয়নি। ৪৭ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট। এরপরই ফিরে আসেন দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসার কাজে। ভিসার কাজ শেষ করে এইমধ্যে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন দ্য ফিজ।

চলতি বছরের পহেলা জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাব্য ক্রিকেটাররা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই কাজের জন্যই মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকায় এসেছিলেন মুস্তাফিজ। এ দিকে মাঝে এক ম্যাচ না খেলার সুবাদে হারিয়েছেন শীর্ষস্থান। দলকে জয়ে ফেরানোর পাশাপাশি নিজেও ফিরে পেতে চান শীর্ষস্থান, মাথায় পরতে চান পার্পল ক্যাপ।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :