দিনাজপুরে অপহরণকারী ও প্রতারক চক্রের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ২২:২৮
অ- অ+

দিনাজপুরে অটোচালককে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং নকল স্বর্ণকে আসল স্বর্ণ বলে প্রতারণা করার দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত অপহরণকারীরা হলেন-দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গ্রামের বুদু রায়ের ছেলে জয় চন্দ্র রায় (২০) এবং একই গ্রামের নবীন হোসেনের ছেলে মাহফুজুল আলম হৃদয় (২৭)।

অপরদিকে নকল স্বর্ণেরবারকে আসল স্বর্ণ বলে প্রতারণা করার দায়ে আটককৃত ব্যক্তিরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারি চরকেরহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও দিনাজপুর সদর উপজেলার কিসমত মাধবপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে হাসিনুর রহমান (৫২)।

৮এপ্রিল সোমবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।

তিনি বলেন ৬ এপ্রিল আল আমিন নামে এক অটোচালককে ভাড়া করে জয় চন্দ্র ও মাহাফুজুর রহমান হৃদয়। রাত সাড়ে নয়টায় তারা অটোচালককে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় এবং অটোচালকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে এক লক্ষ টাকা দাবি করে। নিরুপায় হয়ে অটোচালকের পরিবার তাদের দেওয়া বিকাশ নাম্বারে ৪০ হাজার টাকা প্রদান করেন। উক্ত টাকা পাওয়ার পর অপহরণকারী জয় ও হৃদয় অটোচালক আলামিনের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। উপয়ান্তর না পেয়ে অটোচালকের পরিবার বিষয়টি কোতোয়ালি থানায় অবগত করলে পুলিশ সদস্যদের অভিযানে অপহরণকারী জয় ও হৃদয়কে আটক করে এবং অপহৃত অটোচালক আলামিনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি অটোরিকশা ও মুক্তিপণ নেওয়া ৪০হাজার টাকার মধ্যে ৯ হাজার টাকা উদ্ধার করে।

অপর এক ঘটনায় প্রতারক চক্র নিপুন বাবু নামে এক স্বর্ণকারের কাছে ২৯গ্রাম ওজনের একটি নকল সোনার বার দেখিয়ে আসল স্বর্ণের দশ আনা ওজনের একজোড়া কানের দুল ও হাতের এক জোড়া বালা নেয়। এর পর থেকেই প্রতারক চক্র ধরাছোঁয়ার বাইরে চলে যায়। পরে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্য তোফাজ্জল হোসেন ও হাসিনুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা