চাঁদপুরে সাড়ে ২১ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ২২:৩৭| আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২২:৫৪
অ- অ+

চাঁদপুরে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৮৫০ কেজি (২১.৫মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

রবিবার মধ্যরাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে খুলনা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ককসিটে থাকা এসব জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণা ফেরিঘাট থেকে এসব জেলিযুক্ত চিংড়ি জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। পরে সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে এসব চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস সাত্তার, চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও কোস্টাগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার ৩৫ লাখ টাকা যাত্রীদের ফেরত দিল সেনাবাহিনী
ইউটিউব সিলভার বাটন পেল ঢাকা টাইমস ডিজিটাল
এক মাস আগেই জানিয়েছিল ঢাকাটাইমস- গুলশানে প্রস্তুত হচ্ছে তারেক রহমানের বাড়ি
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি পেশাজীবী সংগঠনগুলোর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা