ঈদের দিন ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতার তিন ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৪, ২৩:৫৩| আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০০:০২
অ- অ+
ইসমাইল হানিয়েহ

ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়েহর তিন ছেলে নিহত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিন এ হামলা চালানো হয়। খবর বিবিসির।

আইডিএফ একটি বিবৃতি জারি করে বলেছে, আইডিএফ এবং আইএসএ [ইসরায়েলি নিরাপত্তা সংস্থা] বুধবার কেন্দ্রীয় গাজা উপত্যকায় তিনটি হামাস সামরিক শাখার অপারেটরদের নির্মূল করেছে।

যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন হামাসের সামরিক শাখার সেল কমান্ডার আমির হানিয়াহ, হামাসের একজন সামরিক অপারেটিভ মোহাম্মদ হানিয়াহ এবং হামাস সন্ত্রাসী সংগঠনের একজন সামরিক অপারেটিভ হাজেম হানিয়েহ।

আইডিএফ নিশ্চিত করেছে যে তিনজন অপারেটিভ হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান ইসমাইল হানিয়াহের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হামাস নেতা ইসমাইল হানিয়েহ বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তার তিন ছেলে নিহত হয়েছে।

কাতারে বসবাসকারী হানিয়েহ আল জাজিরাকে বলেছেন, তার বেশ কয়েজন নাতি-নাতনিও হামলায় নিহত হয়েছে।

হানিয়েহ বলেছেন, মৃত্যুগুলি চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবিকে প্রভাবিত করবে না।

গাজায় ফিলিস্তিনিরা যখন অব্যাহত সংঘাতের মধ্যে রমজানের শেষে ঈদুল ফিতর উদযাপন করছে তখন এই খবর এসেছে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা