ঈদের দিনেও ইসরায়েলের বর্বরতা, প্রাণ গেল আরও ১২২ ফিলিস্তিনির

পবিত্র ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পেল না নিরীহ ফিলিস্তিনিরা। ইহুদি রাষ্ট্রটির হামলায় গত ২৪ ঘণ্টায় গাজার শাসকগোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও এক নাতিসহ ১২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে খবর।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া জানিয়েছেন, তার সন্তান হাজেম, আমির এবং মোহাম্মদসহ তার এক নাতি হামলায় প্রাণ হারিয়েছে।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর গাজায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছে ১২২ জন এবং আহত হয়েছে আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। তাদের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বাড়িঘর ছেড়েছেন প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজে)

মন্তব্য করুন