ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব, অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১২:২৮

শেরপুর সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১২জন। আহতদের জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার পশ্চিম চৈতনখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে কয়েক শিশু মিলে ক্রিকেট খেলছিল। এ সময় রান নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে চৈতনখিলার রামখিলা ও পশ্চিম চৈতনখিলা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিকালের ঘটনার জেরে রাতে রামখিলার ইউনিয়ন পরিষদের এক সদস্যের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে পশ্চিম চৈতনখিলা গ্রামে হামলা চালায় প্রায় অর্ধশতাধিক লোক। এসময় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলাকারীদের বাধা দিতে গিয়ে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :