চীনের সঙ্গে সীমান্ত সমস্যার দ্রুত সমাধান চান ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৩:০৫

সামনে ভারতে লোকসভা নির্বাচন। তার আগে চীনের সঙ্গে সীমান্ত সমস্যার দ্রুত সমাধান চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ দ্রুত মিটিয়ে ফেলা দরকার।’

লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে সাময়িকী দ্য নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মোদি। বলেছেন, ‘চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে যে ‘অস্বাভাবিকতা’ আছে তা দূর করতে জরুরিভিত্তিতে দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার। উভয় দেশ এক গুরুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার।’

মোদি বলেন, ‘ভারতের জন্য চীনের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ও অর্থবহ। আমাদের দ্বিপাক্ষিক মিথস্ক্রিয়ায় মধ্যে যে অস্বাভাবিকতা আছে তা পেছনে ফেলে আসতে আমাদের সীমান্তে দীর্ঘদিন ধরে বিরাজমান পরিস্থিতি জরুরিভিত্তিতে মিটিয়ে ফেলা দরকার বলে আমি বিশ্বাস করি।’

ইতিবাচক বোঝাপড়ার মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশ সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

পুরো বিশ্বের কাছে ভারত-চীন সম্পর্ক খুব প্রাসঙ্গিক উল্লেখ করে মোদি বলেন, ‘ভারত ও চীনের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্যই নয়, পুরো অঞ্চল ও বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমি আশা করি ও বিশ্বাস করি, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা আমাদের সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবো।’

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ওই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। চীনের বেশ কিছু সেনাও হতাহত হয়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

নাসরুল্লাহর ‘উত্তরসূরির’ সঙ্গে যোগাযোগ হারিয়েছে হিজবুল্লাহ

বৈরুতে বোমা হামলা, গাজার মসজিদে হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

গাজার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল

আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই: লেবাননের প্রবাসী গৃহকর্মী

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন

ইসরায়েলে হামাস ও ইরানের হামলা ‘বৈধ’: আয়াতুল্লাহ খামেনি

এই বিভাগের সব খবর

শিরোনাম :