বরগুনায় ভোটারদের টাকা দিতে বাধা দেওয়ায় যুবককে হত্যা

​​​​​​​বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৯:৪৮
অ- অ+

বরগুনার আমতলীতে ভোটারদের টাকা দিতে বাধা দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হিরণ গাজীকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার সমর্থকরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমতলি সদর ইউনিয়নের পূর্ব মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সাজ্জাল বাড়ির সামনে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোতাহার মৃধার সমর্থক মিলন সরদার দেলোয়ার সরদার এমন অভিযোগ করেন।

পুলিশ নিহত হিরণ গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অভিযোগ রয়েছে দুই চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা আবুল বাশার নয়ন মৃধা ভোটারদের টাকা বিতরণ করছেন। বুধবার রাত ১১টার দিকে আবুল বাশার নয়ন মৃধার সমর্থকরা পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের টাকা দিচ্ছিল। সময় মোতাহার মৃধার সমর্থক হিরণ গাজীসহ ১০-১২ জন তাদেরকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় নয়ন মৃধার সমর্থকরা। এক পর্যায় আবুল বাশার নয়ন মৃধার সমর্থকরা হিরণ গাজীকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম প্রাপ্ত হন হিরণ। পরে হিরনের সহযোগীরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত হিরণ গাজীর স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মোর কিছুই রইলো না। ওরা মোর স্বামীরে মাইর্যা হালাইছে। মুই এ্যাইয়ার বিচার চাই।

চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা বলেন, আবুল বাশার নয়ন মৃধার নেতৃত্বে তার ভাই পান্নু মৃধা আজাদসহ ৪০-৫০ জন গ্রামে ঢুকে টাকা বিতরণ করছিল। ওই সময় আমার লোকজন ঘোড়া ঘোড়া বলে ডাক চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমার সমর্থক হিরণ গাজীকে পিটিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

তবে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গতকাল আমার ব্যাবসার কাজে বাসায় সিসি ক্যামেরার আওতায় ছিলাম। মোতাহার মৃধা তার লোকজন দিয়েই হিরনকে হত্যা করে পরিকল্পিতভাবে আমার উপর দায় চাপাচ্ছেন। আমি হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, হাসপাতালে আনার পূর্বেই ছুরিকাঘাতে হিরণ নামের একজন মারা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ভোটারদের টাকা দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় হিরণ গাজী নামের একজনকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেছেন। ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা