টেকনাফ সীমান্তের ওপার থেকে ভেসে আসছে গুলির আওয়াজ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১২:০৯| আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১২:১৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপার থেকে ভেসে আসছে গোলাগুলি ও মর্টার শেলের আওয়াজ। এতে কিছুটা আতঙ্কে বিরাজ করছে সীমান্তের এপারে হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নবাসীর মাঝে।

বৃহস্পতিবার রাত একটা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শোনা গেছে এ আওয়াজ।

স্থানীয়দের ধারনা, মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জর পাড়া, হ্নীলা, মোলভী পাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া এলাকায় সীমান্তের ওপার থেকে গেলাগুলির শব্দ পাওয়া গেছে। পূর্বে মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামগুলোতে গোলাগুলি চলছে বলে জানান তারা।

হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ার বলেন, ঈদের দিন থেকে টানা দুইদিন থেমে থেমে মর্টার শেল ও গুলির শব্দ ভেসে আসছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, মর্টার শেল ও গুলির শব্দ বজ্রপাতের মতো শোনা গেছে। এতে বৃহস্পতিবার নির্ঘুম রাত কেটেছে এপারের মানুষের।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, পাঁচ ড্রামট্রাক জব্ধ
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা