শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:১৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি এলাকায় মিটালু গ্রামে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুবায়ের হোসেন ( ১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে উপজেলার মিটালু গ্রামে প্রবাহিত পারুলি খালে শিশুটি গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন ওই গ্রামের কাচারির টেক এলাকার সৌদি প্রবাসী ফারুক হোসেনের ছেলে। সে রাজাবাড়ি প্রীতি শিশু কিশোর বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানায়, স্কুল বন্ধ থাকায় সমবয়সীদের সাথে প্রতিদিনের মতো দুপুরে বাড়ির আশপাশে খেলা করছিল জুবায়ের হোসেন। পরে রোদের তাপে বন্ধুদের সাথে গোসলের জন্য পারুলি খালে নামে। গোসলের একপর্যায়ে খালের মাঝে তলিয়ে যায় জুবায়ের।

এসময় সাথে থাকা সকলেই তাকে খোঁজাখুঁজি করে বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খালের পানিতে খুঁজতে গেলে পানির নিচ থেকে জুবায়েরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পুলিশ অফিসার উপপরিদর্শক (এস.আই) নাহিদ মিয়া বলেন, খালের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কেউ থানায় জানায়নি। তবে খবর নিয়ে পরবর্তীতে জানাতে পারবো।

(ঢাকা টাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা