চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

গেল বছর ম্যানচেস্টার সিটির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল রিয়াল মাদ্রিদের। বছর না ঘুরতেই আবারও দুই দলের দেখা হলো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। চেষ্টার ত্রুটি রাখেননি পেপ গার্দিওলা। জেতার জন্য সম্ভাব্য সবকিছুই করেছেন। তবু হারতে হলো। তাতে অবশ্য কোনো রকম অনুশোচনাও নেই ম্যানচেস্টার সিটি কোচের। গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে সিটি। টাইব্রেকারে লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া বেনার্দো সিলভা ও মাতেও কোভাচিচেরও পাশে দাঁড়িয়েছেন গার্দিওলা।

ইতিহাদে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল দুই দল। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল। এর আগে প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। গার্দিওলার সিটি ফিরতি লেগে অতিরিক্ত সময় পর্যন্ত আধিপত্য বজায় রেখেও জয় তুলে নিতে পারেনি। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল সিটি। ৩৩টি শট নিয়ে গোলমুখে রাখতে পেরেছে ৯টি। যেখানে রিয়াল শটই নিতে পেরেছে মাত্র ৮টি, গোলমুখে রাখতে পেরেছে মাত্র ৩টি শট।

অবশ্য হারের জন্য সিটি কোচ পেপ গার্দিওলার কোনো অনুশোচনা নেই। তিনি মনে করেন ভাগ্যের সহায়তা না থাকায় তারা ম্যাচটি জিততে পারেনি। ম্যাচ শেষে সিটি বস বলেন, ‘আমরা যা করেছি, তা নিয়ে কোনো অনুশোচনা নেই। পুরো ম্যাচেই আমরা বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি। কারণ, এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি। আমরা সব রকম চেষ্টাই করেছি। প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’

বার্নার্দো সিলভার পেনাল্টি মিসের পর সমালোচনা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষকের সোজাসুজি পেনাল্টি নেওয়াটা অনেকেই আত্মঘাতী বলছেন। তবে সিলভার ওপর দোষ চাপাতে চান না পেপ। গার্দিওলা বলেন, ‘বার্নার্দো শট নিতে চেয়েছিল। সে নির্ভরযোগ্য খেলোয়াড় এবং ওভাবেই শটটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সে কী দারুণ খেলেছে! কিন্তু এমন হতেই পারে।’

রিয়াল-সিটি দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে। যার কারণে খেলোয়াড়দের মন থেকে ধন্যবাদ জানিয়েছেন সিটি বস। পেপ বলেন, ‘যেভাবে খেলেছে, তাতে অন্তর থেকে খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে হবে। তবে ফুটবলে জয়ই শেষ কথা। আমরা দারুণ খেললেও তা জেতার জন্য যথেষ্ট ছিল না।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :