মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:০৫| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:১৬
অ- অ+

রাজধানীর মতিঝিলে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬০ বছর বয়সি এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্যাংকপাড়া এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের বিপরীত পাশের ফুটপাতে পড়েছিল অজ্ঞাত এই বৃদ্ধার নিথর দেহ।

স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরের দিকে তার উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক এসআই সোহাগ চৌধুরী জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই সোহাগ বলেন, ‘প্রাথমিক তদন্তে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা ওই বৃদ্ধের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছিল বাংলাদেশিদের, মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত, ডিজিটাল ভোট ও নিরপেক্ষ সরকারের দাবি ইমাম হায়াতের
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা