টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তুরাগ নদীর চুয়ারিটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ-ফাঁড়িতে নিয়ে যায়। তার পরিচয় শনাক্ত করতে হাতের ছাপ সংগ্রহ করা হবে। এ ঘটনায় সিআইডির একটি দলকে খবর পাঠানো হয়েছে। তার পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট। গত কয়েকদিন আগে হত্যার পর তাকে নদের পানিতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুল মান্নান বলেন, লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হতে পারে। এ ঘটনায় একটি মামলা হবে।
(ঢাকা টাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/এসএ)