ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সহকারী তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের ঘটনা ছোট ছিল। এ কারণে বেশি ছড়ায়নি। কেউ হতাহতের ঘটনাও ঘটেনি।
শুক্রবার বেলা পৌনে ২টার দিকে সেখানে আগুন লাগে। পরে নিরাপত্তার জন্য রোগীদের সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় তাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, সিদ্দিক বাজার থেকে একটি ও তেজগাঁও থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেছে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/কেএম)

মন্তব্য করুন