শিশু হাসপাতালের আগুন এসি থেকে, রক্ষা পেল সাত শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৭:২২| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৯:২৯
অ- অ+

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে লাগা আগুনে সিসিইউর সব পুড়ে গেছে। এই বিভাগে সাতজন শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিল। এসি থেকে লাগা এ আগুনে কেউ দগ্ধ হননি। তবে একটি শিশুর মৃত্যু খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ১টা ৪৫ মিনিটে হাসপাতালের পঞ্চম তলার কার্ডিয়াক বিভাগে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এর আগে মঙ্গলবারও সেখানে আগুন লেগেছিল। তবে সেটা তাৎক্ষণিক নিভিয়ে ফেলা হয়।

সেবাপ্রত্যাশীরা বলছেন, এত বড় হাসপাতালে অগ্নিনির্বাপনের ব্যবস্থা খুবই অনুন্নত। যেখানে শিশুরা চিকিৎসা নিতে আসে সেখানে কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা উচিত ছিল। কারণ কয়েকদিন আগেও এখানে আগুন লেগেছিল।

শুক্রবারের আগুনে সিসিইউ বিভাগের অনেক মূল্যবান বেড, যন্ত্রপাতি ও ওষুধ পুড়ে গেছে। পুরো বিভাগ অন্ধকারে এখন ভুতুড়ে পরিস্থিতি হয়ে আছে।

সিসিইউতে থাকা এক শিশুর মা লামিয়া জানান, হঠাৎ ধোঁয়া দেখে তিনি সন্তানসহ বের হয়ে যান। তবে তার সন্তান সুস্থ আছে। আগুনের ধোঁয়ার কারণে চারদিকে অন্ধকার হয়ে গেছিল। পরে ফায়ার সার্ভিস কাঁচের দেওয়াল ভেঙে দিলে ধোঁয়া কমতে থাকে।

এদিকে আগুনের খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে আতঙ্কে রোগীসহ হাসপাতালের বাইরে চলে আসেন। বর্তমানে বি-ব্লকের পাঁচতলার চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে।

শিশু হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম ঢাকাটাইমসকে বলেন, কোনো শিশু মৃত্যুর খবর পাইনি। আমরা আগুনের পরপরই শিশুদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দিচ্ছি। পরে বিস্তারিত আরও জানানো যাবে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী ঢাকাটাইমসকে বলেন, কেউ আহত বা মারা গেছে এমন খবর পাইনি৷ আমাদের ফোর্স সেখানে আছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
ছাত্রদলের সকল স্তরে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হবে: নাছির 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা