রাজশাহীতে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৭:৪৬| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৯:০৪
অ- অ+

রাজশাহীর মুরারীপুরে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে দামকুড়া থানার মুরারীপুরের কালুরডাং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দামকুড়ার জোতরা বন গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে সুইট (৩৫), লালমনিরহাটের মো. নজরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম তাজুল (২০) ও দামকুড়ার নতুন কসবা গ্রামের খোকাজ্জল হোসেনের ছেলে আশিক ইকবাল (২০)।

দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর ঢাকা টাইমসকে জানান, হতাহতরা দুটি মোটর সাইকেলে ছিল। দামকুড়া থানার মুরারীপুরের কালুরডাং মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা