গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নুর

আদালতের জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নু্র।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর তোপখানা সড়কে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় তাকে টানা ১৯ মিনিট বক্তব্য দিতে দেখা গেছে।
গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জানা যায়, গত সোমবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ২০২২ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১ জুন নূর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে ‘কটূক্তি’ করেন এবং ফেসবুকে পোস্ট করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশসহ বহির্বিশ্বের ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়ে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমএইচ/কেএম)

মন্তব্য করুন