তিনদিন বন্ধের পর চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর

​​​​​​​তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৮
অ- অ+
ছবি: সংগৃহীত।

তিনদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আসনের লোকসভা নির্বাচনের কারনে তিন দিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম।

জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম বন্ধের বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি অমৃত অধিকারী বলেন, তিনদিন বন্ধ থাকার পর শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ পাসপোর্ট-ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন। এছাড়া বন্দরের অন্য সকল কার্যক্রমও চালু থাকবে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি আলী নেওয়াজ, সম্পাদক নুরুল ইসলাম
বগুড়ায় পুলিশী হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার  
রাজবাড়ীর পাংশায় যুবদলকর্মী গুলিবিদ্ধ
বাহাউদ্দিন নাছিমের কান্না...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা