বিদ্যুতের তারে জড়িয়ে মৎস্য চাষির মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৪:৫৮

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক মোটর বসিয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কাউছার মণ্ডল (৩৬) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে উপজেলার রহমতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মৎস্য চাষি কাউছার রহমতপুর গ্রামের জালাল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত কাউছার পেশায় একজন মৎস্য চাষি ছিলেন। তিনি বাড়ির অদূরে ফাঁকা মাঠে নয়াপুকুর নামে একটি পুকুরে মাছ চাষা করেছিলেন। সেই পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি /পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :