বঙ্গবন্ধুর সমাধিতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কর্মসংস্থান ব্যাংকের সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক র্অপণ ও শ্রদ্ধা নিবেদেন করেন তিনি। একইসঙ্গে ১৯৭৫ সালরে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, প্রধান কার্যালয়ের সকল নির্বাহী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, অফিসার্স এসোসিয়েশন, সিবিএ নেতৃবৃন্দ গোপালগঞ্জ অঞ্চলের সকল কর্মকর্তা/কর্মচারী এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসআইএস)

মন্তব্য করুন