চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৩| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৩:৫৬
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন।

রবিবার সকালে কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গুলি নিক্ষেপকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইটজার এবং ব্যবহৃত গোলাবারুদ প্রত্যক্ষ করেন।

পরে তিনি দরবার হলে সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে মুজিব ব্যাটারির ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা