ট্রেনে পায়ের আঙুল কাটা পড়লো আনু মুহাম্মদের

ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
রবিবার বেলা সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ বলেন, “বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।”
আনু মুহাম্মদের সঙ্গে থাকা ছাত্র মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “স্যার দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সে সময় নামার চেষ্টা করেন। কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়।”
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান ঢাকা টাইমসকে বলেন, “এমন ঘটনা শুনেছি। আমাদের পুলিশ সেখানে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।”
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসএস/এফএ)

মন্তব্য করুন