শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

​​​​​​​শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১৯:৫৩
অ- অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরে মনোনয়ন বাছাইকালে বাতিল হওয়া এক চেয়ারম্যান প্রার্থী ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষিত হয়েছে।

রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই আপিল শুনানি গ্রহণ করেন জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক জাহানারা বেগম এবং ঝিনাইগাতী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশীদ।

ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, ঋণখেলাপি তথ্য গোপনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থী জন ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাছাইকালে বাতিল করা হয়েছিল। তবে মনোনয়নপত্র দাখিলের পূর্বে ঋণ পরিশোধ হলেও ছিল না সিআইবির অনাপত্তি রিপোর্ট। পরবর্তীতে সেটি দাখিল করে আপিল করায় আপিল কর্তৃপক্ষ তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, এনডিসি জিএমএ মুনিবসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শ্রীবরদীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন এবং ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জন, বিএনপির জন জাসদের একজনসহ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী টিকে রইলেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা