মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গত কয়েক দিন ধরে মহাসড়কের বাইপাসের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে।
রবিবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মহাসড়কের ঢালুতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ দুলাল জানান, থানা পুলিশ মরদেহ উদ্ধার করে দাফনের জন্য সহযোগিতা চেয়েছে। পৌরসভা থেকে আর্থিক সহযোগিতা দিয়ে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, উদ্ধার করা মরদেহটি পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন