মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২১:১৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গত কয়েক দিন ধরে মহাসড়কের বাইপাসের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

রবিবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মহাসড়কের ঢালুতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ দুলাল জানান, থানা পুলিশ মরদেহ উদ্ধার করে দাফনের জন্য সহযোগিতা চেয়েছে। পৌরসভা থেকে আর্থিক সহযোগিতা দিয়ে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, উদ্ধার করা মরদেহটি পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা