হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১৩:০৯
অ- অ+

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের বিদেশি কোচরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাতে বাংলাদেশে পা রেখেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু। আর ঢাকায় ফেরার পরদিনই আজ সোমবার জরুরী বৈঠকে বসেছিলেন টাইগারদের প্রধান কোচ।

মূলত বৈঠক করেছেন বিসিবির তিন সদস্যের নির্বাচক প্যানেলের সঙ্গে। যেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুসহ আরো দুই নির্বাচক হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকও।

জরুরি সেই বৈঠকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে আলোচনা হয়। জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের দল প্রায় প্রস্তুত, অতি দ্রুতই তা ঘোষণা করবে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেললেও প্রথমে তিন টি-টোয়েন্টির দল ঘোষণা করা হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাকি দুই ম্যাচের দল ঘোষণা করা হতে পারে পরবর্তীতে। দল ঘোষণা করলেও স্কিল ক্যাম্প কবে থেকে সে সিদ্ধান্ত নেবেন কোচ।

জিম্বাবুয়ে সিরিজের দলে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। আসন্ন বিশ্বকাপ যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য। এর আগে, জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে জানান, এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লক্ষ্মীপুরে ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ
শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
জাতীয় নির্বাচন: নওগাঁর ৫ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা