লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৯

দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়।

দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা যায়, সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারণে সদর উপজেলার দক্ষিণ হামছাদি, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়য়ারীগঞ্জ ইউনিয়নে ভোট হয়নি ১৩ বছরেও বেশি সময়। এতে করে ভোটারধিকার প্রয়োগ ও নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল সাধারণ মানুষ। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এই ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২২৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৬টি কেন্দ্রে এক লাখ ২২ হাজার ৯২৮ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এমন পরিস্থিতে বিএনপির কোন প্রার্থী ভোটে অংশ না নিলেও সব কয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান ও নতুনমুখসহ আওয়ামী লীগ দলীয় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কোন ধরনের অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :