দক্ষিণখানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৩৫| আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৩৮
অ- অ+

রাজধানীর দক্ষিণখানে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হযরত আলী (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম সেলিম (৩৫)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান গাওয়াইর বাজারের পাশে এই ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে গাওয়াইর কলিল বক্স রোড এলাকার ভাড়া বাসায় থেকে উত্তরা আজমপুরের একটি স-মিলে কাজ করতেন তিনি।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান বলেন, ‘সকালে গাওয়াইর এলাকার দুই যুবকের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ছুরিকাহত হযরত আলী নামে এক যুবক মারা গেছেন। অভিযুক্ত সেলিম এখনো পলাতক। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

নিহত আলীর বড় ভাই মো. আসাদুল জামান বলেন, ‘সকাল ১০টার দিকে খবর পাই গাওয়াইর বাজারের পেছনে আলীকে ছুরিকাঘাত করেছে সেলিম নামে এক মাদক ব্যবসায়ী। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে আলীকে আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন দুপুরে আমার ভাই মারা যায়।’

আলীর আরেক ভাই মিন্টু বলেন, ‘সেলিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সকালে এই ঘটনার পর আমরা লোকমুখে শুনতে পেরেছি, রবিবার রাতে সেলিম ও আলীর মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল। এর জের ধরেই সকালে সেলিম আমার ভাইকে ছুরিকাঘাত করে।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা