স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান ইসি আলমগীরের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৪৬
অ- অ+

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

সোমবার বিকালে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোটারদের প্রতি আহবান জানিয়ে একথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সকলে এসে ভোট দিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনেও সকলে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন বলে আশা করি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে।

এর আগে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

এসময় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা