ছিনতাই

ধরা পড়লেই ব্লেড দিয়ে নিজের বুক-পেট কাটতেন হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:১৬| আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:৪৬
অ- অ+

রাজধানীর তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

ওসি জানান, হৃদয় তেজগাঁও থানার তালিকাভুক্ত ছিনতাইকারী। তিনি দূরপাল্লার বাসের জানালার পাশে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। যেহেতু ধরনের মোবাইল ফোন, ব্যাগ ছিনিয়ে নিলেও দূরপাল্লার বাসগুলো থামে না কিংবা যাত্রীরাও আর নামে না, তাই এসব যাত্রীকে টার্গেট করেন হৃদয়। ছিনতাই করতে গিয়ে যদি ধরা পড়ে যান, তখন নিজের বুকে, পেটে ব্লেড মারতে থাকেন। তবুও কেউ ধরতে চাইলে তার গায়ে মল বা ময়লা ছুড়ে মারেন। থানা হাজতে নিলে সেখানেও মলত্যাগ করে দেন।

মোহাম্মদ মহসিন জানান, হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা