পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:৩০

পূবাইলের মিরের বাজার এলাকায় শ্রমজীবী মানুষ, পরিবহন চালক, যাত্রী ও পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির।

সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘এই প্রচন্ড তাপদাহের মাঝে নিম্ন আয়ের মানুষের পাশে আমাদের সাধ্য অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিৎ। আমাদের সকলের বাহিরে চলাচল করার সময় সাবধানতা অবলম্বন করা। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মো. ওসমান গণি প্রমুখ।

দেশব্যাপী তীব্র তাপদাহে সাধারণ মানুষ ও শ্রমজীবি মানুষ চরম ভোগান্তি পড়েছেন। আজ মঙ্গলবার যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড হয় ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্ব্বোচ্চ।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :