নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, দেয়ালে ফাটল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ২১:৫৬| আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২২:০২
অ- অ+

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, ‘রাজধানীর নিকুঞ্জ ২ এর ১৫ নম্বর রোডের ১৩ নম্বর বাসার দ্বিতীয় তলা বিস্ফোরণ ঘটে। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ করে। বিস্ফোরণের ফলে একজন আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ভবনের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়।’

তিনি আরও বলেন, ‘ভবনে যেহেতু ফাটল ধরেছে। তাই ভবনটি নিরাপদ নয়। ভবনটি ব্যবহারের ক্ষেত্রে রাজউক, সিটি করপোরেশন এর বিশেষঙ্গ টিমের মতামত নেওয়া প্রয়োজন।’

বিস্ফোরণ কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান ফায়ারের এই কর্মকর্তা।

এদিকে বাসার ভাড়াটিয়া ইয়াসিন আরাফাত ঢাকা টাইমসকে জানান, ‘প্রাকৃতিক গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা