আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো শুরু করেছে যুক্তরাজ্য

একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের আওতায় প্রথমবারের মতো একজন আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠিয়েছে যুক্তরাজ্য৷ তবে এটি বহুল আলোচিত ‘ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের জোর করে রুয়ান্ডায় পাঠানোর’ পরিকল্পনার চেয়ে সম্পূর্ণ আলাদা৷
২৯ এপ্রিল কিগালিগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে করে ওই আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডা পাঠানো হয়েছে৷ ৩০ এপ্রিল ব্রিটেনের কয়েকটি সংবাদমাধ্যম এ খবরটি দিয়েছে৷
প্রথম আশ্রয়প্রার্থী হিসাবে যাকে রুয়ান্ডায় পাঠানো হয়েছে তার নাম-পরিচয় জানা যায়নি৷
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার একটি বাণিজ্যিক ফ্লাইট যোগে ওই আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানো হয়েছে৷ স্বেচ্ছাসেবী প্রকল্পের আওতায় রুয়ান্ডা যেতে রাজি হওয়া ওই আশ্রয়প্রার্থীকে তিন হাজার পাউন্ড বা প্রায় চার লাখ ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে৷
গত বছরের শেষদিকে ওই আশ্রয়প্রার্থীর আশ্রয় চেয়ে করা আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ৷ এরপর তাকে প্রস্তাব দেয়া হলে রুয়ান্ডার রাজধানী কিগালিতে যেতে রাজি হন তিনি৷
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ওই আশ্রয়প্রার্থী রুয়ান্ডার নাগরিক না হলেও তিনি আফ্রিকান বংশোদ্ভূত৷
ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠাতে একটি ‘বিতর্কিত’ আইন তৈরি করেছে যুক্তরাজ্য৷ সেটি পাস হওয়ার এক সপ্তাহ পর স্বেচ্ছাসেবী প্রকল্পের আওতায় একজন আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠালো দেশটি৷
বিতর্কিত আইনটি যুক্তরাজ্য সরকারকে নথি বহির্ভূত অভিবাসীদের জোরপূর্বক রুয়ান্ডায় পাঠানোর অনুমতি দেয়৷ পূর্ব আফ্রিকার দেশটিতেই আশ্রয়প্রার্থীদের আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে৷ যাদের আবেদন মঞ্জুর হবে তাদের রুয়ান্ডায় বসবাসের অনুমতি মিলবে৷ তবে তারা কখনও যুক্তরাজ্যে ফিরে আসার অনুমতি পাবেন না৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রক্ষণশীল সরকার আগামী জুলাইয়ের মধ্যে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে৷
কড়া নাড়ছে নির্বাচন
ইংল্যান্ড এবং ওয়েলসে কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে স্থানীয় নির্বাচন৷ তার আগেই প্রথম কোনো আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানোর খবরটি এলো৷ ধারণা করা হচ্ছে, স্থানীয় ও জাতীয় নির্বাচনের আগে সরকার তার অবস্থান দৃঢ় করতে চায়৷ কারণ, স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভরা বিরোধী লেবার পার্টির কাছে ধরাশায়ী হওয়ার ঝুঁকিতে আছে৷
ইংলিশ চ্যানেলে ছোট নৌকা থামানোকে নিজের পাঁচটি অগ্রাধিকারের একটি হিসাবে নিয়েছেন সুনাক৷ তাই ভোটের আগেই তার অভিবাসন নীতি বাস্তবায়ন করে ব্রিটিশ জনগণের মন জয় করতে চান এই রাজনীতিক৷
সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘‘অভিবাসন এবং অর্থনৈতিক উন্নয়ন অংশীদারত্বের অধীনে আমরা এখন রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠাতে পারব৷’’
তিনি আরো বলেন, রুয়ান্ডার সঙ্গে ‘‘এই চুক্তি যুক্তরাজ্যে যাদের থাকার অনুমতি নেই তাদের একটি নিরাপদ তৃতীয় দেশে স্থানান্তরিত করার অনুমতি দেয়৷ আর সেখানেই তাদের জীবন পুনর্গঠনে সহায়তা দেয়া হবে৷’’
তবে ব্রিটিশ সরকারের এই জোরপূর্বক নির্বাসন পরিকল্পনা জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে৷
রুয়ান্ডায় পাঠানো হবে ৫৭০০ আশ্রয়প্রার্থীকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে পাঁচ হাজার সাতশ জনকে এ বছর রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার৷ ব্রিটিশ সরকারের এই পরিকল্পনায় নীতিগত সম্মতি দিয়েছে রুয়ান্ডাও৷ ২৯ এপ্রিল সরকারের এক নথি থেকে এ তথ্য জানা গেছে৷
চলতি বছর প্রথম চার মাসে ইংলিশ চ্যানেল পেরিয়ে সাত হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী এসেছেন ব্রিটিশ উপকূলে৷ কোনো বছরের প্রথম চার মাসে আসা আশ্রয়প্রার্থীদের হিসাবে এটি রেকর্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
এক কোটি ৩০ লাখ মানুষের দেশ রুয়ান্ডা৷ দাবি করা হয়, আফ্রিকা মহাদেশের সবচেয়ে স্থিতিশীল দেশগুলোর একটি এটি৷ দেশজুড়ে গড়ে তোলা কিছু আধুনিক অবকাঠামোর জন্যও প্রশংসা কুড়িয়েছে রুয়ান্ডা৷
তবে দেশটির শাসনব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়ে আসছে অধিকার সংস্থাগুলো৷ দেশটিতে ভিন্নমত দমন এবং বাকস্বাধীনতা হরণের জন্য প্রেসিডেন্ট পল কাগামেকে অভিযুক্ত করেছে তারা৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
(ঢাকাটাইমস/০২মে/এমআর)

মন্তব্য করুন