শরীয়তপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৪, ১২:৩১| আপডেট : ০২ মে ২০২৪, ১৩:৫০
অ- অ+

শরীয়তপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান খাঁ (২৬) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান খাঁ একই এলাকার চান খাঁর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান খাঁ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে একটি

ট্রিপ নিয়ে থানায় গিয়েছিলেন তিনি। পরে সেখান থেকে ভোররাতে বাসায় ফিরে আসেন। এসময় তিনি অটোরিকশাটি গ্যারেজে চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। দীর্ঘসময় পার হলেও গ্যারেজ থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা গিয়ে তাকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে দেখতে পায়। পরে মেইন সুইস বন্ধ করে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান নামে এক অটোচালকের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০২মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা