রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে পানি ও শরবত বিতরণ করেছে জাতীয় মহিলা পার্টি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর জাতীয় মহিলা পার্টির উদ্যোগে মোহাম্মদপুর টাউন হলের সামনে তৃষ্ণাতৃদের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রধান অতিথি এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব এস এম হাসেম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহিন আরা সুলতানা রিমা, মোহাম্মদপুর থানার জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নাহিদ পারভীন সীমা।
এছাড়াও মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি- দেলোয়ার হোসেন দুলু, সিদ্দিক আবেদীন, মোহাম্মদ ওবাইদুর রহমান লিটন, ৩১ নং ওয়ার্ডের সভাপতি বিএম নাসির, ২৯ নং ওয়ার্ডের সভাপতি মো. মাসুদ খান, মোহাম্মদপুর থানার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমেদ শুভ, ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক এরফান আহমেদ, মো. ইমরান মোল্লাসহ জাতীয় মহিলা পার্টির ঢাকা মহানগর উত্তরের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০২মে/জেবি/ইএস)

মন্তব্য করুন