জামালপুর সদর: কেন্দ্রে ভোটার নেই, ঘুরে বেড়াচ্ছেন গণমাধ্যমকর্মীরা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ১২:২৬ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ০৯:৪২

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকালে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিত ছিল খুবই কম। ভোটারের চেয়ে সাংবাদিকদের পদচারণা বেশি দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

সকাল ৮টা ৪০ মিনিটে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে ভোটার নেই, ঘুরে বেড়াচ্ছেন গণমাধ্যমকর্মীরা। অলস সময় পার করছেন পুলিশসহ ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া জামালপুর শহরের সরকারি জাহিদা সফির মহিলা কলেজ, কম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও ছয়টি কেন্দ্রে গিয়েও একই চিত্র দেখা গেছে।

সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্রাম বলেন, যথাসময়ে আমাদের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটের হিসাব এখনো বলতে পারছি না। উপস্থিতি খুবই কম। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কম বলে জানান তিনি।

সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইস্রাফিল বলেন, কেন্দ্রের নিরাপত্তা একদম ঠিক আছে ৷ ভোটার উপস্থিতি না থাকার বিষয়ে তিনি বলেন, ভোটার আনার দায়িত্ব তো আর আমাদের না। এবারের নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৬৯টি ভোট কেন্দ্রের ১৪১০টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ উপজেলায় ২ লাখ ৬৯ হাজার ৮শ ৭০ জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫শ ৭৮ জন নারী ভোটার রয়েছেন।

এদিকে ১৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। আর এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক হাজার ২২ জন পুলিশ, তিন হাজার ৪শ ছয়জন আনসার সদস্য এবং বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

বৈরী আবহাওয়ায় বিলাইছড়ির ৫টি দুর্গম কেন্দ্রে পৌঁছায়নি নির্বাচনি সরঞ্জাম 

ভৈরবে র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে প্রত্যাহার 

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সদস্য আটক

মোটরসাইকেলে করে ছিনতাই করতো তারা

পাবনা-৪ আসনের এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নগরকান্দার বীর নিবাস: নির্মাণ শেষের আগেই ছাদ চুঁইয়ে পড়ছে পানি

বিদ্যুৎ না থাকায় গরমে ২২ শিক্ষার্থী অসুস্থ

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ নারীসহ ২১ দালাল আটক

নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ: পাঁচবিবিতে দুই বিএনপি নেতাকে অব্যাহতি

ঝিনাইদহে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :