বাড্ডায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মে ২০২৪, ০৮:৪১ | প্রকাশিত : ২২ মে ২০২৪, ২১:৪৮

রাজধানীর বাড্ডায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। টেকপাড়ার ওই বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম মজুত আছে বলে জানতে পেরেছে বাহিনীটি। বুধবার বিকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। এরইমধ্যে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

রাত নয়টার দিকে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বোমা তৈরির কারখানার সন্ধান মিলেছে। বাড়িটি র‍্যাব ঘিরে রেখেছে।

তিনি আরও বলেন, সেখানে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামের সন্ধান মিলেছে। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এলে অভিযান শুরু হবে। এবিষয়ে রাতে বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।

ঢাকাটাইমস/২২মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :