ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি প্রার্থী (২০১৯) মুস্তাফিজুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ছাত্রদল নেতা মো. রানা হামিদ।
তিনি আরও জানান, মুস্তাফিজুর রহমানকে ঢাকা মেট্রো-চ ৫১-৬২৫০ নম্বরের গাড়িতে করে ডিবির পরিচয়ে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে রাত ১০টার দিকে তুলে নেওয়া হয়েছে। ছাত্রদল নেতা মো. রানা হামিদ মুস্তাফিজুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
(ঢাকাটাইমস/২৯মে/জেবি/এফএ)

মন্তব্য করুন