জামালপুরে দুটি উপজেলায় নির্বাচিত হলেন যারা

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১০:৪২
অ- অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল পাশা। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৭৮ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. এমদাদুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।

অন্যদিকে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মো. রায়হান রহমতুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৩০৩ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. ওবায়দুর রহমান বেলাল পেয়েছেন ২৪ হাজার ১০২ ভোট।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুমী আক্তার বলেন, ‘দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

(ঢাকাটাইমস/৩০মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশেমের কফিন কাঁধে ছাত্র-জনতার মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা