অবসরে গেলেন র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১৬:১৭| আপডেট : ৩০ মে ২০২৪, ১৬:২১
অ- অ+

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন ্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আগামী জুন থেকে তার অবসর কার্যকর হবে। গতবছরের ২৩ মে তার চাকরি মেয়াদ একবছর বাড়ানো হয়।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাব ডিজি হন খুরশীদ হোসেন। সেসময় তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন। খুরশীদ হোসেনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, র‍্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-) এম খুরশীদ হোসেন আগামী জুন অবসরে যাবেন। তিনি বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধাদি পাবেন।

এদিকে একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার হারুন অর রশিদ।

(ঢাকাটাইমস/৩০মে/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা