কিশোরগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন

কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে এ অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ পারভেজ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র মাহমুদ পারভেজ জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষায় কিশোরগঞ্জ পৌরসভা মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ৮টি ফগার মেশিন ও ১৫টি স্প্রে মেশিন দ্বারা এ অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে প্রায় একহাজার লিটার ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে শহরতলির প্রত্যেকটি ওয়ার্ডে মেশিন দ্বারা মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত পৌরসভার বিভিন্ন ড্রেন ও জলাশয়সহ সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে। আর এ পরিচ্ছন্ন কার্যক্রমকে সফল করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করছি।
এ সময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলি, পৌর সচিব হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ ও আজিজুল হক জুয়েল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৪জুন/ প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন