ঈদ সামনে রেখে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

​​​​​​​আমিরুল ইসলাম ফরহাদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ১৭:০০| আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭:১৮
অ- অ+

পেঁয়াজের দাম ১০ দিনের ব্যবধানে কেজিপ্রতি পাইকারিতে বেড়েছে প্রায় ১৫ টাকা এবং খুচরা বাজারে বেড়েছে প্রায় ২০ টাকা। ঈদকে কেন্দ্র করে আরও দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মঙ্গলবার (৪ জুন) সরেজমিনে পুরান ঢাকার পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজার গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

এখানকার ক্রেতারা বলছেন, ঈদুল আজহার আগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় দাম বেশি।

প্রায় ১০ দিন আগেও যে পেঁয়াজ কেজিপ্রতি পাইকারি দাম ছিল ৫৭-৬২ টাকা, তা এখন বেড়ে হয়েছে ৭০-৭৪ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ১০ দিন আগেও যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা, তা এখন দাঁড়িয়েছে ৮০-৮৫ টাকায়।

শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আড়ৎ মেসার্স আলী ট্রেডার্সে গিয়ে দেখা যায় সেখানে পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকা। আরেক পাইকারি দোকান মিতালি আড়ৎ-এ গিয়ে দেখা যায় সেখানো পেঁয়াজের পাইকারি কেজি বিক্রি হচ্ছে ৭০-৭৪ টাকা।

শ্যামবাজারের পাশে বাংলা বাজার এলাকায় খুচরা পেঁয়াজ বিক্রেতা মাহফুজ জেনারেল স্টোরে কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, সদরঘাট নদীর পাড়ে পেঁয়াজের খুচরা বিক্রেতা আইয়ুব আলি তার প্রতি পাল্লা (পাঁচ কেজি) পেঁয়াজ ৪০০ টাকা করে বিক্রি করছেন।

বেসরকারি চাকরিজীবী আরাফ হোসেন ঢাকা টাইমসকে বলেন, সবজিনিসের দাম যেমনে বাড়ছে আমাদের বেতন তো আর বাড়েনি, কয়েকদিন আগেও এই পেঁয়াজ কিনেছি ৬৫ টাকা দিয়ে, আর আজ তা কিনতে হচ্ছে ৮০ টাকা দিয়ে। কী আর করার খেয়েতো জীবন বাঁচাতে হবে।

শ্যামবাজার পাইকারি পেঁয়াজ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ ঢাকা টাইমসকে বলেন, ‘চাহিদার আলোকে দেশি পেঁয়াজের সরবারহ না থাকায় দাম বেড়েছে, সেই সঙ্গে ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা আমদানি করছে অত্যন্ত সীমিত। এই দুই কারণে মূলত দাম বেড়েছে।’

আব্দুল মাজেদ বলেন, দেশি পেঁয়াজের নতুন চালান বাজারে আসতে আরো প্রায় ছয় মাস লাগবে। আর এই ছয় মাস দেশি পেঁয়াজ দিয়ে চলা কঠিন। ভারতীয় পেঁয়াজ না আমদানি করলে ঈদের আগে পেঁয়াজ দাম আরো বাড়বে।

এদিকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার। তবে রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন এই পেঁয়াজ আমদানিকারকরা।

(ঢাকাটাইমস/০৫জুন/এআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা