ডিমলায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৪, ২০:১৩
অ- অ+

নীলফামারীর ডিমলায় (৮) বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মমিনুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর সদস্যরা।

রবিবার সকালে জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ যৌথ অভিযানে চালায়।

গ্রেপ্তারকৃত মমিনুর রহমান উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি মাষ্টারপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে।

এর আগে গত ১৭ মে দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি মাষ্টারপাড়া গ্রামের তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণ করে। ঘটনার পর পরেই ধর্ষণের শিকার শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রক্তাক্ত অবস্থায় তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা করেছিলেন।

মামলা করার পর থেকে আসামি মমিনুর পলাতক ছিলেন।

র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার পর থেকেই র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল তথ্য সংগ্রহ ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করতে থাকেন। এরই ধারাবাহিকতায় রবিবার তাকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়।

(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা