অতীত ভুলে মোদির শপথে শাহরুখ খান, ছিলেন অক্ষয়-রজনীকান্তও

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৪, ১৬:১৬
অ- অ+

ভারতের লোকসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। সেখানে হাজির ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং বলিউডের কয়েকজন তারকা। তাদেরই একজন শাহরুখ খান।

ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বলিউড বাদশাহর কোনোদিনও সখ্যতা ছিল না। এই দলের কোনো অনুষ্ঠানেও তাকে সেভাবে কখনো দেখা যায়নি বা সরকারের সফলতা নিয়ে শাহরুখ খানকে কখনো কথা বলতে শোনা যায়নি। তবে সেই অতীত ভুলে রবিবার মোদির শপথ অনুষ্ঠানে এসেছিলেন কিং খান।

শুধু শাহরুখ খান নয়, এই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বলিউড খিলাড়ি’ অক্ষয় কুমারও। যিনি বিজেপি-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সম্পর্ক চোখে পড়ার মতো। এদিনের শপথ অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে আলিঙ্গণ করতে দেখা যায় অক্ষয়কে।

এছাড়া, মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘থালাইভি’ খ্যাত কিংবদন্তি দক্ষিণ ভারতীয় অভিনেতা রজনীকান্ত। আরও ছিলেন বিক্রান্ত ম্যাসে, পরিচালক রাজকুমার হিরানি, অনুপম খের, অনিল কাপুরসহ বলিউড ও দক্ষিণের একঝাঁক তারকা। ছিলেন মান্ডি থেকে জয় পাওয়া কঙ্গনা রানাওয়াতও।

এর বাইরে মোদি সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

আরও উপস্থিত ছিলেন- নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচন্দ’ এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ। এই শপথ অনুষ্ঠানের পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইতোমধ্যে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন শুরু করেছেন নরেন্দ্র মোদি।

(ঢাকাটাইমস/১০জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা